March 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পানামা পেপার্স কাণ্ডে নাম জড়ালো সইফ-করিনার!

ডেস্ক প্রতিবেদন : পানামা পেপার্স কাণ্ডে এবার নাম জড়াল সইফ-করিনার। উঠে এলে শিল্পপতি বেণুগোপাল ধুতের নামও। IPL-র নিলামে পুণে ফ্র্যাঞ্চাইজির জন্য দর দিয়েছিল পি-ভিশন স্পোর্টস নামে একটি কনসর্টিয়াম।

পি-ভিশন স্পোর্টসের অংশীদার ছিলেন সইফ আলি খান, করিনা কাপুর, বেণুগোপান ধুতের ২ টি সংস্থা এবং পুণের চোরদিয়া গ্রুপ। পি-ভিশনের ১৫ শতাংশ অংশীদারিত্ব ছিল ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের একটি সংস্থা অবডুরেট লিমিটেডের। যদিও শেষ পর্যন্ত IPL-র ফ্র্যাঞ্চাইজি কিনতে পারেনি পি-ভিশন।

পি-ভিশন স্পোর্টসে অংশীদারিত্ব থাকার কথা স্বীকার করলেও, অবডুরেট সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন বেণুগোপাল ধুত। চোরদিয়া গ্রুপ অবশ্য পি-ভিশনে অবডুরেটের অংশীদারিত্ব থাকার অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে। এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি সইফ-করিনা।

Print Friendly, PDF & Email