March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাংবাদিকরা সবচেয়ে বেশি ডায়াবেটিস ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকরা সবচেয়ে বেশি ডায়াবেটিস ঝুঁকিতে থাকেন বলে জানিয়েছেন নভো নরডিস্ক ফার্মা লিমিটেডের হেড অব সিএমআর অ্যান্ড কোয়ালিটি ডা. মো. জাবেদ আহমেদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডিআরইউ ও নভো নরডিস্ক ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করে।

ডা. মো. জাবেদ আহমেদ বলেন, ‘সাধারণত যারা বেশি টেনশনে থাকেন এবং উচ্চ রক্তচাপ থাকেন তারাই ডায়াবেটিস আক্রান্তের আশঙ্কায় থাকেন। সে ক্ষেত্রে সাংবাদিকরাই ডায়াবেটিস আক্রান্ত্রের হাই রিস্কে থাকেন বেশি। কারণ তারা সব সময় টেনশনে ও মানসিক চাপে থাকেন বেশি।’

শারীরিক পরিশ্রমের অভাব এবং নিয়মিত ব্যায়াম না করায়ও ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকি বাড়ে জানিয়ে সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বিকেল ৪টা পর্যন্ত ডিআরইউ সদস্যের ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম চলবে বলে জানান সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

Print Friendly, PDF & Email