September 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘বেসামাল’ হয়ে পড়েছেন আসিফ আকবর ও আঁখি আলমগীরের মন (ভিডিও)

ডেস্ক প্রতিবেদন : ‘বেসামাল’ হয়ে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীরের মন। তবে বাস্তব জীবনে নয়, বেসামাল শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে এ দৃশ্য দেখা য়ায়।

যত ভালোলাগা পেলাম যে ফিরে/ যত ভালোবাসা তোকেই যে ঘিরে এমন কথার এই গানে কণ্ঠ দিয়েছেন আসিফ ও আঁখি আলমগীর। গানের কথা ও সুর করেছেন শ্রী প্রিতম। ভিডিও নির্মাণ করেছেন ই মিউজিক।

গতকাল বৃহস্পতিবার কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ইউটিউব চ্যানেলে এই গানের মিউজিক ভিডিওটি প্রকাশ করেন। রোমান্টিক ঘরানার এই গানের মডেলও হয়েছেন আসিফ-আঁখি। ইতোমধ্যে গানটি ইউটিউবে প্রায় ৮ হাজারবার দেখা হয়েছে। গানটি দেখে আসিফ-আঁখি ভক্তরাও জানিয়েছেন তাদের ভালো লাগার অনুভূতি।