September 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল

ডেস্ক প্রতিবেদন :  আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ভূমিকম্প পরবর্তী আফটার শক  অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে বলা হয়েছে, সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার কম্পনে কেঁপে উঠেছে নেপাল। ভুমিকম্পের কেন্দ্র ছিল ভাইসেপাতির ললিতপুর।

ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের প্রধান লোক বিজয় অধিকারী জানান, গত বছরের ভূমিকম্প পরবর্তী আফটার শক শনিবার অনুভূত হয়েছে। এ ঘটনায় ভক্তপুরে তিনজন আহত হয়েছেন।

গত বছরের ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকেম্প নেপালে অন্তত ৯ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ওই কম্পনের পর এ পর্যন্ত দেশটিতে ৪৪৭ বার আফটার শক অনুভূত হলো।