October 7, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মোওস্যাক ফনসেকার ইআই সালভাদর অফিসে অভিযান

ডেস্ক প্রতিবেদন : ইআই সালভাদর কর্তৃপক্ষ পানামার আইনি প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকার স্থানীয় অফিসে অভিযান চালিয়েছে। খবর বিবিসির।

খবরে বলা হয়, অভিযানে সময় অফিসের কম্পিউটার ও নথিপত্র জব্দ করা হয়।

দেশটির অ্যাটর্নি জেনারেল অফিস বিবিসিকে জানায়, সেখান থেকে মোওস্যাক ফনসেকার নাম সরিয়ে নেওয়া হয়েছিল একদিন আগেই। একজন কর্মী জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটি সরিয়ে নেওয়া হচ্ছে।

এই অভিযানটি পরিচালনা করেন ইআই সালভাদরের অ্যাটর্নি জেনারেল ডগলাস ম্যালেন্ডেজ।

অ্যাটর্নি জেনারেলের অফিস এক টুইটার পোস্টে জানায়, মোওস্যাক ফনসেকার স্থানীয় অফিসটি তাদের সারা বিশ্বের মক্কেলদের হিসাব পরিচালনাকারী অফিস হিসেবে কাজ করত।

সালভাদরের স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, মোওস্যাক ফনসেকার এই অফিসটি ব্যবহৃত হত সালভাদরের মক্কেলদের সম্পদ ক্রয় সংক্রান্ত বিষয়ে সহায়তার জন্য এবং ক্রয়ের পর দেশটির কর্তৃপক্ষকে সে বিষয়ে অবহিত করা হত না।

ফনসেকা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করে, তারা কোনো ধরনের ভুল কাজ করেনি। অপ্রাসঙ্গিকভাবে তাদের বিরুদ্ধে এইসব অভিযোগ আনা হচ্ছে।