ডেস্ক প্রতিবেদন : রাশিয়ায় গর্ভপাত না করে যে সমস্ত নারীরা শিশু বিক্রি করতে চাইবে তারা ৩৭০০ ডলার করে পাবেন। সরকার প্রস্তাবিত আইনে এ ধারা থাকছে বলে জানিয়েছে ব্রিটেনের ডেইলি মেইল।
দেশটির কর্তৃপক্ষ আশা করছে, এর ফলে দেশটির জন্মহার বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে অনাগত শিশু যাদের পৃথিবীতে আসার আগেই বিদায় নিতে হয়, তারা পৃথিবী দেখার সুযোগ পাবে।
ইতোমধ্যেই ২ লাখেরও বেশি নারী এই প্রস্তাবে রাজি হয়েছেন। যদিও দেশটির সংসদে এখনো আইনটি পাস হয়নি।
সংসদ সদস্য আলেকজান্দার সেরিন রাশিয়া টুডেকে জানান, এই আইনের সহায়তায় সেই সকল শিশুরা বেঁচে যাবে যারা জন্মানোর আগেই মৃত্যুবরণ করে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ২০ শতাংশ নারী গর্ভপাতের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন। বিয়ে করাকে আগ্রহী করাতে পারলে এই হার ব্যাপক আকারে কমে আসবে।
যদি তারা সন্তান বিনিময়ের অর্থ সরকারের কাছ থেকে পেতে চায়, তবে তাদের নিশ্চিত করতে হবে যে তারা গর্ভপাতের দিকে যাচ্ছেন না কোনোক্রমেই।
রাশিয়াতে ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানো আইনত বৈধ। যে সকল নারী ধর্ষণের স্বীকার হয়, তারা ২২ সপ্তাহের মধ্যে গর্ভপাতের আবেদন করতে পারবে। যুক্তরাজ্যে গর্ভপাত করানোর বৈধ সময় গর্ভধারনের ২৪ সপ্তাহ।
এ বিভাগের আরো..
জলবায়ু সংকট এড়াতে বিশ্বের শীর্ষ ধনীদেশগুলোকে সৎ হতে হবে : প্রধানমন্ত্রী
বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চাইলেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী