September 28, 2023

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অপরাধ থেকে অপরাধীদের সরিয়ে আনতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সমাজে নতুন-নতুন অপরাধ প্রবণতা বাড়ছে। এসব অপরাধ থেকে অপরাধীদের সরিয়ে আনার জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন অনুষ্ঠানে রবিবার তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা আমাদের সবার দায়িত্ব। কারাগারে বন্দিদের যেন সংশোধন করা যায়, সেই ব্যবস্থা আমরা করছি। অপরাধীদের শুধু শাস্তি নয়, পাশাপাশি তাদের সংশোধনের ব্যবস্থা করতে হবে।

শেখ হাসিনা বলেন, অপরাধের করণে অনেক সময় ছিঁচকে চোর কারাগারে ঢুকে বড় বড় অপরাধীদের সঙ্গে মিশে আরও বড় চোর হয়ে বের হয়। সেটা যেন না হতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, কারাগারের সঙ্গে ছোটবেলা থেকেই আমাদের সম্পর্ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন কারাগারে। বাঙালি জাতির কল্যাণে ও মানুষের পক্ষে কথা বলতে গিয়ে, অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে তিনি বারবার কারাগারে গেছেন।

তিনি আরও বলেন, এক সময় কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের মানবেতর জীবন-যাপন করতে হতো। কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই।

Print Friendly, PDF & Email