September 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভূমিকম্পে গাজিপুরে একটি পুকরে সৃষ্ট অদ্ভুত ঢেউ (ভিডিও)

ভূমিকম্পের সময় গাজিপুরের একটি পুকরে সৃষ্ট অদ্ভুত ঢেউ।

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ। বাংলাদেশ সময় বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মাওলাইক জেলার কাছাকাছি।

https://youtu.be/aiyMr9upbKo