September 27, 2023

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উরুগুয়েতে ঝড়-বন্যায় ৭ জনের মৃত্যু, গৃহহীন ২ হাজার

ডেস্ক প্রতিবেদন :উরুগুয়েতে ঝড় ও বন্যায় সাত জনের মৃত্যু হয়েছে। দুর্যোগের কারণে ২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। রোববার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য বিজনেস টাইমসের।

পশ্চিমাঞ্চলীয় শহর দোলোরেসে ঝড়ের আঘাতে চার জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজন বন্যার পানিতে ডুবে মারা গেছেন। তারা বন্যাকবলিত এলাকা থেকে নিরাপদে আশ্রয়ের জন্য যাচ্ছিলেন।

দেশটির প্রেসিডেন্ট তাবারে ভাজকুয়েজ রোববার শোক ঘোষণা করেছেন। স্থানীয় রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমরা দোলোরেসকে আবার গড়ে তুলব।

এএফপির এক খবরে বলা হয়েছে, দোলোরেসে ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বহু বাড়ি-ঘর ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা দপ্তর জানিয়েছে, ভারী বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ২ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

Print Friendly, PDF & Email