October 7, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ২২

ডেস্ক  প্রতিবেদন: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ২ শতাধিক। খবর আলজাজিরা।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী গাড়িবোমার মাধ্যমে নিজেকে উড়িয়ে দেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আলজাজিরার খবরে বলা হয়, রাজধানী কাবুলের ব্যস্ত সময়ে বোমাটি বিস্ফোরিত হয়।

তালেবান বোমা হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, গাড়িবোমা হামলাকারী আফগান বাহিনীর বহরে আত্মঘাতী হামলাটি চালায়।

পুলিশের মুখপাত্র বসির মাজিদ আলজাজিরাকে জানান, ঘটনাস্থলে আফগান স্পেশাল ফোর্স আসার আগ পর্যন্ত বন্দুকযুদ্ধ চলছিল।

আলজাজিরার খবরে জানানো হয়, এখনো নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবান বাহিনীর গোলাগুলি চলছে।

এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট এই হামলার নিন্দা জানিয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের একজন মুখপাত্র আলজাজিরাকে জানান, আটজনের মতো আফগান সেনা হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।

হামলায় মার্কিন দূতাবাস ও ন্যাটো দফতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।