September 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

স্বামীকে জুতা মারায় ৩ ঘণ্টা কারাদণ্ড

অাদালত প্রতিনিধি : আদালতে বিচারাধীন মামলার শুনানি চলছে। তখনই ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত স্বামীর দিকে জুতা ছুড়ে মারলেন স্ত্রী। শুধু তাই নয়, কাঠগড়া থেকে ছুটে গিয়ে স্বামীর গালে কষিয়ে দিলেন চড়থাপ্পড়। ব্যস! তাতেই জুটে যায় দণ্ড। বিচার চাইতে গিয়েই নিজেই দণ্ডিত হলেন ওই নারী।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালতে নারী নির্যাতন মামলার বিচার চলাকালে এই ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় আদালত অবমাননার দায়ে স্ত্রী কাকলী খাতুনকে তিন ঘণ্টার হাজতবাসের মৌখিক আদেশ দেন বিচারক।

কাকলীর স্বামী ওমর ফারুক জানান, মামলার শুনানিকালে তার স্ত্রী কাকলী খাতুন ক্ষিপ্ত হয়ে কাঠগড়ায় দাঁড়ানো স্বামী ওমর ফারুককে পায়ের হিল ছুড়ে মারেন। পরে কাঠগড়ায় গিয়ে তাকে চড়থাপ্পড় দেন।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের বাসিন্দা ওমর জানান, দাম্পত্য জীবনে অশান্তির জের ধরে কাকলীর বাবা হারেজ তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা ঠুকে দেন।