September 18, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা হাসপাতালে

ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা বৃহস্পতিবার রাতে এখানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘জ্বর ও পানিশূন্যতা’ দেখা দেয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের প্রধান পরিচালনাকারী কর্মকর্তা সুব্বিয়া বিশ্বনাথন বলেন, ৬৮ বছর বয়সী এআইএডিএমকে প্রধান জয়ললিতাকে অ্যাপোলো হাসপাতালে আনা হয়। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার সকালে গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, জ্বর ও পানিশূন্যতার কারণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

সূত্রঃ বাসস