September 17, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কলকাতার শুভশ্রী বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ অক্টোবর যৌথ প্রযোজনায় মুক্তি পাচ্ছে ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি।

‘প্রেম কি বুঝিনি’তে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন ওম। সুদীপ্ত সরকার ও আবদুল আজিজ পরিচালিত সিনেমাটির অন্যান্য চরিত্রে আছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, শুভাশিষ মুখার্জী, হাসান ইমাম ও রেবেকা। শুটিং হয়েছে ভারত, ইংল্যান্ড ও বাংলাদেশে। জাজ ও এসকে মুভিজের অন্যান্য সিনেমার মতো ‘প্রেম কি বুঝিনি’ ও দক্ষিণ ভারতীয় সিনেমার রিমেক। চিত্রনাট্য করেছেন পেলে ভট্টাচার্য।

ছবির প্রচারণায় বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। এই অভিনেত্রী বলেন, ‘এ দেশে আমার অনেক ফ্যান রয়েছে। এর আগেও আমার ছবি এ দেশের মানুষ দেখেছে। এবারও দেখবেন।’

‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারণার জন্য সোমবার ২৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন এই অভিনেত্রী। দুপুরে জাজ মাল্টিমিডিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তার সঙ্গে ছিলেন এই ছবির নায়ক ওম।

‘প্রেম কি বুঝিনি’ ছবির ৮০ শতাংশ শুটিং হয়েছে লন্ডনে। কমেডি-রোমান্টিক গল্পের এই সিনেমাটিতে শুভশ্রী ও ওম ছাড়াও অভিনয় করেছে জান্নাতুল পিয়া, হাসান ইমাম, রেবেকা, নাদের চৌধুরীসহ আরও অনেকে।

সিনেমাটি ভারত-বাংলাদেশে একযোগে মুক্তি পাবে ৭ অক্টোবর। পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার।