September 19, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ

ডেস্ক : চলমান ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার আড়াই মাস পর (৭৪ দিন) কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ দল। দীর্ঘ বিরতির পর আগামী ডিসেম্বর মাসে টাইগার বাহিনী নিউজিল্যান্ড সফরে যাবে। ঘরের মাঠে ৬টি সিরিজ জিতলেও নিউজিল্যান্ড সিরিজই হবে বাংলাদেশের জন্য দেশের বাইরে প্রথম সিরিজ জেতার মূল লড়াই।

জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলবে । সেদিন ক্রাইস্টাচার্চে বাংলাদেশ মাশরাফির নেতৃত্বে প্রথম কোনও ওয়ানডে সিরিজ খেলতে নামবে।

নিউজিল্যান্ড সফর প্রসঙ্গে মাশরাফি জানান, ‘ নিউজিল্যান্ড সফরই আমাদের আসল চ্যালেঞ্জ । কেননা বেশিরভাগ খেলাই এখন বাইরে। আমাদের এর জন্য তৈরি হতে হবে।’দেশের মাটিতে আমরা সিরিজ জিতলেও দেশের বাইরে ওটাই প্রথম কোন সিরিজ খেলতে যাওয়া হবে। সে হিসাবে নিউজিল্যান্ড সিরিজই আমাদের সামনের মূল লক্ষ্য। এরপরই একাধিক সিরিজ রয়েছে আমাদের। যার বেশিরভাগই অনুষ্ঠিত হবে দেশের বাইরে।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হলেও বাকি আছে দুটি টেস্ট ম্যাচ। এরপর দীর্ঘ আড়াই মাসের মধ্যে আন্তর্জাতিক কোন ম্যাচ নেই বাংলাদেশের।

বিসিবির দেয়া তথ্য অনুসারে ,ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর শেষে একটি টেস্ট ম্যাচ খেলতে ফেব্রুয়ারিতে ভারতে যাবে বাংলাদেশ।

টেস্ট ম্যাচ খেলার পর শ্রীলঙ্কার সাথে সিরিজ, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ দল।