March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

ডেস্ক : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জোয়ারের প্রবল চাপে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের।

শনিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার কোলা এলাকার ২০০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে উপজেলার কোলা, হিজলিয়া, মাড়িয়ালা, কলিমাখালী, হাজরাখালী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। রাতে জোয়ারের চাপে কোলার ওয়াপদা ভেঙে নদীতে বিলীন হয়। এতে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই এই দুর্দশা তৈরি হয়েছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, বাঁধ ভাঙার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। জোয়ার নেমে গেলে স্থানীয় জনগণকে সাথে নিয়ে বাঁধটি সংস্কারের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর সেকশন অফিসার আবুল হোসেন জানান, কোলায় বাঁধ ভাঙার বিষয়টি তারা শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

Print Friendly, PDF & Email