March 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৭ মার্চের মূল ভাষণটি দিয়ে তৈরি হল থ্রিডি ভিডিও

ডেস্ক:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ  নতুন প্রজন্মের কাছে তাদের মতো করে  নতুনভাবে তুলে ধরতেই মূল ভাষণটি দিয়ে তৈরি করা হয়েছে থ্রিডি ভিডিও। আগামী ৬ মার্চ হবে এটির প্রিমিয়ার প্রদর্শনী।

বিষয়টি  সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘মাত্রা’র প্রধান ও অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন।
তিনি জানান, রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীটি হবে। এতে আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। বঙ্গবন্ধুর ভাষণটির ত্রিমাত্রিক সংস্করণ তৈরি করেছেন কাজী জসিমুল ইসলাম বাপ্পি। তার উদ্যোগেই এ কাজটি হয়। পরবর্তী সময়ে এটির কারিগরি দিক উন্নয়নে যুক্ত হয়েছে চ্যানেল আই ও মাত্রা।

তিনি আরো বলেন, ‘আমরা চাই, নতুন প্রজন্ম পুরোপুরি ৭ মার্চের ভাষণ সম্পর্কে জানুক। তারা আগ্রহ নিয়ে পুরো ভাষণটি দেখুক। ঐতিহাসিক এ ভাষণটি হয়তো প্রত্যেক বাংলাদেশি শুনেছেন।

আগামী ৭ মার্চ উপলক্ষেই প্রিমিয়ার ও আরও তিনটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পুরো আয়োজনটির দেখভাল করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।
উল্লেখ্য, এর আগে আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে এ ভাষণটির রঙিন সংস্করণ প্রকাশ করা হয়েছিল।
ভাষণটির রঙিন সংস্করণ: 

https://youtu.be/v4MVw2DhR_c

Print Friendly, PDF & Email