October 23, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীতে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগ

ডেস্ক: রাজধানীর ভাটারায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কিশোরীকে (১৪) ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

কিশোরীর স্বজনদের অভিযোগ, গত ১২ ডিসেম্বর বাসায় একা ছিল ওই কিশোরী। এ সময় পাশের বাসার সুমন (২৪) নামের এক যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ওই কিশোরী কাউকে বিষয়টি না জানালেও গতকাল তার বাবাকে জানায়। পরে কিশোরীর বাবা থানায় অভিযোগ করেন।

পরে বৃহস্পতিবার ওই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকালে ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, তিনি এখনো বিষয়টি জানেন না। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।