March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কৃষ্ণা কাবেরী হত্যা মামলার রায় আজ

ডেস্ক : রাজধানীর আদাবরে মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলার রায় আজ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করবেন। গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ৩/১২ ইকবাল রোডে নিজ বাসায় খুন হন বিআরটিএর উপপরিচালক সীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী। ওই ঘটনায় সীতাংশু শেখরের ভাই সুধাংশ শেখর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন ২০১৬ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত বছরের ২০ এপ্রিল মামলার একমাত্র আসামি গুলশানের ব্রোকারেজ হাউজ হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক কে এম জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ২২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

এদিকে মামলাটির চার্জ গঠন করার পর আসামি জহিরুল ইসলাম পলাশ হাইকোর্ট জামিন নিয়ে পলাতক রয়েছেন।

Print Friendly, PDF & Email