ডেস্ক: সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে হুমায়রা আক্তার অন্তরা উপহার দিয়েছিলেন প্রথম পদক। যদিও সেরাদের সেরা, তথা স্বর্ণ পদকের তালিকায় তখনও নাম ওঠেনি বাংলাদেশের। অবশেষে নেপালের কাঠমান্ডুতে চলমান এসএ গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা।
তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু। সে সঙ্গে সোনার তালিকায়ও নাম উঠল বাংলাদেশের।
এ বিভাগের আরো..
তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব
পুনরায় শুরু ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন
করোনাযুদ্ধ: মাশরাফির প্রিয় ব্রেসলেট নিলামে