June 17, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৪ জুলাই নাগাদ প্রাপ্তবয়স্ক ৭০ শতাংশ লোককে করোনা টিকার প্রথম ডোজ দিতে চায় হোয়াইট হাউস

ডেস্ক : প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ৭০ শতাংশ নাগরিককে আগামী ৪ জুলাই নাগাদ কোভিড-১৯ টিকার অন্ততপক্ষে প্রথম ডোজ দিতে চান। এ দিন হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটি। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানায়। খবর এএফপি’র।
নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের কর্মকর্তারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় দেয়া ভাষণে বাইডেন এ উচ্চাকাক্সক্ষী লক্ষ্যের ঘোষণা দেবেন।
এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আংশিকভাবে কমপক্ষে ৭০ শতাংশ নাগরিককে ভ্যাকসিন দেয়ার পাশাপাশি বাইডেন একই সময়ে ১৬ কোটি আমেরিকানকে উভয় ডোজ টিকা দিতে চান।
সিনিয়র এক কর্মকর্তা জানান, মাত্র ৬০ দিনে এই লক্ষ্যে পৌঁছানো ‘সহজ না হলেও আমরা জানি আমরা তা করতে পারি।’ (বাসস )