December 6, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মুগদা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ২ টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এ ঘটনায়  বেশ কয়েকজনের আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালটির আইসিইউতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের বিভিন্ন জায়গায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা লিমা খানম বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের সংখ্যা বাড়তে পারে। (বাসস)