March 19, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠানো হবে ২৪ ডিসেম্বর

ডেস্ক : বহুল প্রতীক্ষিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ২৪ ডিসেম্বর মহাকাশে পাঠানো হবে। নাসা এবং উৎক্ষেপণ তদারককারী সংস্থা শনিবার এ কথা জানায়।
১৯৮৯ সালে ওয়েব টেলিস্কোপের প্রকল্পটি গ্রহন করা হয়, চলতি শতকের প্রথম দশকের শুরুর দিকে একটি শক্তিশালী টেলিস্কোপ হিসাবে এটি মহাকাশে পাঠানোর পরিকল্পনা ছিল।
তবে নানা কারনে এই উৎক্ষেপণ বিলম্বিত হয় এবং বাজেট তিনগুণ বাড়িয়ে ১০ বিলিয়ন ডলার করা হয়।
টেলিস্কোপটি যুক্তরাষ্ট্রে তৈরি করা হয় এবং এ বছর এটি উৎক্ষেপনের জন্য ফরাসি গায়ানার কৌরোতে লাঞ্চ সাইটে স্থানান্তর করা হয়। গত ১৮ ডিসেম্বর এটি উৎক্ষেপনের কথা ছিল।
উৎক্ষেপন তদারকি সংস্থা আরিয়ানস্পেস টুইট করেছে,“জেমস ওয়েব টেলিস্কোপ ২৪ ডিসেম্বর, গ্রীনিচ মান সময় ১২:১২টার সময় উৎক্ষেপন করা হবে।
জেমস ই. ওযেবের নাম অনুসারে এই টেলিস্কোপের নামকরণ করা হয়েছে, তিনি গত ষাটের দশকের বেশীরভাগ সময় নাসার পরিচালনার দায়িত্ব পালন করেন। (বাসস)

Print Friendly, PDF & Email