November 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বেনাপোলে ০৩ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে চালিয়ে ০৩ মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ০১ জন আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ সাগর হোসেন, পিতাঃ মোঃ ইয়ার আলী মোল্লা, গ্রাম পুটখালী, থানা বেনাপোল, জেলা যশোর ।
শুক্রবার ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার কিছু সময় পরে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের পুটখালী উত্তরপাড়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল সীমান্তে পুটখালী গ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০১জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।