December 6, 2023

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আবার বিয়ে করছেন অপু বিশ্বাস!

ডেস্ক: দুর্গাপূজা কলকাতায় উদযাপন করেছেন দেশের অভিনেত্রী অপু বিশ্বাস। মণ্ডপে যাওয়া, প্রার্থনা করা এবং পূজার রঙে মেতে সেখানে বেশ আনন্দ করেছেন তিনি। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবির মাধ্যমে এমনটাই বোঝা যায়।

উৎসব আনন্দ এসবের মধ্যেই আবারও গুঞ্জন অপুকে নিয়ে। কয়েকদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা যায় তার সিঁথিতে সিঁদুর।

কলকাতায় পূজা উদযাপনের সময় সিঁদুর খেলায় অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। ঠিক সে সময় নেওয়া কিছু টিভি সাক্ষাৎকারেও তার সিঁথিতে সিঁদুর দেখা গেছে। আর এ কারণেই শুরু হয়েছে গুঞ্জন। অনেকে মনে করছেন আবারও কী বিয়ের পিঁড়িতে বসেছেন অপু?

তবে সব গুঞ্জন উড়িয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার (১০ অক্টোবর) রাতে অপু বিশ্বাস লেখেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্তি হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশ্যুট ছিল। তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’
সূত্র: ইত্তেফাক

Print Friendly, PDF & Email