রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় ও ভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন, কেন্দুয়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেন্দুয়া পৌরসভা, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ পরবর্তী র্যালী অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে ইউএনও কাবেরী জালালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন পিপিএম, উপজেলা আ.লীগের সভাপতি এড. আব্দুল কাদির ভূঁঞা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঁঞা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঁঞা।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো..
আলোকবর্তিকার মশাল হাতে দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আগামীকাল
‘দুঃসাহসী খোকা’ বঙ্গবন্ধুর কিশোরবেলা সম্পর্কে জানতে সাহায্য করবে : তথ্যমন্ত্রী