March 29, 2023

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়ে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মিলন সাহা, অধ্যক্ষ মজিবর রহমান, সমবায় কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উদ্যোক্তা রফিকুল আলম সুমন খান প্রমুখ।