ডেস্ক: মুক্তিযুদ্ধের সরকারের যথাযথ সক্রিয় না থাকায় একদিকে দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধবিরোধী ও সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির আস্ফালন চলছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা।
মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন।
আজ রবিবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘রাজনৈতিক ষড়যন্ত্র, সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের উত্থান: চাই মুক্তিযুদ্ধ পক্ষ সুদৃঢ় ঐক্য’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রজন্ম ৭১ এর সদস্যরা বলেন, দেশে ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। বিগত ৫০ বছরে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অর্জন অনেক। তবে উদ্বিগ্ন হওয়ার মত ঘটনাও ঘটছে যা এ দেশের মৌলিক চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
‘প্রজন্ম ৭১’ এর সভাপতি ও শহীদ মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সুদৃঢ় ঐক্য চাই। বাহাত্তরের সংবিধান সম্পূর্ণ জায়গাটিতে এ সরকার যেতে পারেনি। বাহাত্তরের সংবিধানে সুস্পষ্টভাবে ধর্মনিরপেক্ষতার জায়গাটি বর্তমানে নেই। এ জায়গাটিতে আমাদের ঐক্য প্রয়োজন।
জামায়াত সম্পৃক্ত দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছে প্রজন্ম ৭১। এই দাবিতে সোমবার নির্বাচন কমিশন বরাবর এ বিষয়ে স্মারকলিপি পেশ করবে সংগঠনটি।
এ বিভাগের আরো..
জিএমপি’র নবাগত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার
মাদারীপুরে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ পালিত