ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলাবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত ৮০ হাজার ৪৬২ জন দর্শক। সবার মধ্যেই পিনপতন নিরবতা। ম্যাচ দুলছিল পেন্ডুলামের মতো। বেন স্টোকস এবং মইন আলী উইকেটে। বলের সঙ্গে রানের ব্যবধান ক্রমেই বাড়ছে। এ সময় বোলিং করতে আসলেন শাহিন শাহ আফ্রিদি।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার অ্যালেক্স হেলসকে হারায় ইংল্যান্ড। শাহিন শাহ আফ্রিদির করা ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। তবে জশ বাটলার যেন বিপদটা বুঝতে পেরেছিলেন। তাই তো পাকিস্তানের বোলারদের আক্রমণকে থামান পাল্টা আক্রমণে। তাই তো রানের চাকা সচল রাখেন তিনি। কিন্তু উইকেটের অপরপ্রান্তে টপ অর্ডার ব্যাটার ফিল সল্ট দলীয় ৩২ রানের মাথায় ফিরলে চাপে পড়ে ইংল্যান্ড। সেই চাপ আরও বাড়ে জশ বাটলার ফিরলে। সল্টকে চতুর্থ ওভারে বল হাতে এসে তুলে নেন হ্যারিস রউফ। দুই ওভার বিরতির পর ভয়ংকর হয়ে ওঠা জশ বাটলারকেও ফেরান রউফ।
বাটলার ফেরেন দলিয় ৪৫ আর ব্যক্তিগত ২৬ রানের মাথায়। এরপর বেন স্টোকস উইকেটে খুঁটি গাড়েন হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে। খেলেননি বড় কোনো শট। দেখে শুনে কেবল ধীর গতিতে রান তুলতে থাকেন স্টোকস। যোগ্য হিসেবে সঙ্গও দিয়েছেন হ্যারি ব্রুক। চতুর্থ উইকেটে এই জুটি ৩৯ রান তোলে। শাদাব খান হ্যারি ব্রুককে ফেরালে আবারও আশা জেগে ওঠে পাকিস্তানের।
তবে এরপর মইন আলীকে সঙ্গে নিয়ে আর পা হড়কাতে দেননি স্টোকস। ১২ বলে ১৯ রান করে মইন আলী যখন ফিরছেন তখন জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন মাত্র ৬ রানের। ৪৮ রানের জুটি ভাঙে ১৯তম ওভারে এসে। তবে উইকেটের অন্য প্রান্তে ঠিকই অপরাজিত থেকে দলকে বিশ্বকাপ এনে দিয়েই মাঠ ছেড়েছেন বেন স্টোকস। ৪৯ বলে ৫টি চার আর একটি ছয়ে ৫২ রানে অপরাজিত থাকেন স্টোকস। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন হারিস রউফ আর একটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান এবং মোহাম্মদ ওয়াসিম।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভেজা পিচে আগে ব্যাটিং করা সহজ হবে না বুঝাই যাচ্ছিল। টস হেরে আগে ব্যাটিং করতে নামা পাকিস্তান বিপদে পড়েছে শুরুতেই। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি বেশিদূর এগুয়নি। বাবর, শান মাসুদ সেট হলেও বড় স্কোর গড়তে পারেননি। স্লো উইকেটে অন্য ব্যাটাররাও বুদ্ধি খাটিয়ে ব্যাটিং করতে পারেনি। যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ১৩৭ রানেই থেমেছে আগে ব্যাটিং করতে নামা পাকিস্তান।
ইংলিশদের হয়ে দুর্দান্ত বল করেন স্যাম কারান। নিজের ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন আদিল রশিদ এবং ক্রিস জর্ডান। আর একটি উইকেট নেন বেন স্টোকস।
শেষ পর্যন্ত ১ ওভার হাতে রেখেই ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন স্টোকস। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নশিপের মুকুট পরে নিলো ইংল্যান্ড।
এ বিভাগের আরো..
টি-টোয়েন্টি: মিরাজের ঘুর্ণিতে ১১৭ রানে অলআউট ইংল্যান্ড
২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে
রাণীনগরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা