June 9, 2023

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অভিনেত্রী শিমু হত্য মামলায় সাক্ষি দিলেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় আসামির দেওয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দি লিপিবদ্ধকারী ম্যাজিস্ট্রেট সাক্ষি দিয়েছেন।

ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার বিচার চলছে। গত মঙ্গলবার মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। সংশ্লিষ্ট বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম সাক্ষ্য গ্রহন করেন। এদিন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা আদালতে সাক্ষ্য দেন। তিনি নিহতের স্বামীর বন্ধু এস এম ফরহাদের স্বীকারোক্তি লিপিবদ্ধ করেছিলেন।

আসামিদের পক্ষে আইনজীবীরা তাকে জেরা করেন।

সাক্ষ্যগ্রহণের সময় দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত বছরের ২৯ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়৷ এর আগে ২৯ আগষ্ট আসামিদের বিরুদ্ধে আদালতে  অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

চার্জশিটে বলা হয়, গত বছরের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর সেতুর কাছে পাকা রাস্তা সংলগ্ন ঝোপের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় ৩২ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত করতে আঙ্গুলের ছাপ নেয়া হয়।

পোস্টমর্টেমের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে নিহতের পরিচয় শনাক্ত হয়। দাম্পত্য কলহের জের ধরে ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭-৮ টার মধ্যে শিমুকে হত্যা করা হয়।

এ ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার দুই আসামি শিমুর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু আব্দুল্লাহ ফরহাদকে গ্রেপ্তার করার পর তারা নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

আগামি ৯ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।