March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

তারেক-জোবায়দার বিরুদ্ধে  তিন জনের সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানেরর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায়  আরও তিনজন সাক্ষি দিয়েছে।

ঢাকার জেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান সাক্ষীদের সাক্ষ্য নেন।

গতকাল সোমবার এ মামলায় সাক্ষি দেন এবি ব্যাংকের কর্মকর্তা এস এম মুসা করিম, ওবায়দুর রশীদ ও এমরান আহমেদ।

এ নিয়ে এ মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ মে তারিখ ধার্য করা হয়েছে।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হন এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন৷

মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

২০০৮ সালে মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। তারেকের শ্বাশুড়ি মারা যাওয়ায় তারেক ও জোবায়দার বিরুদ্ধে মামলার বিচার চলছে।

Print Friendly, PDF & Email